ঈশ্বরদী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “আর এ আর এস” হাই স্কুলের শিক্ষ্যার্থী নিয়ে অফলাইন গেম “নিউক্লিয়ার ডিলেমা” আয়োজন করে “পারমাণবিক তথ্য কেন্দ্র”, ঈশ্বরদী।
“নিউক্লিয়ার ডিলেমা”একটা দলগত খেলা। এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতি প্রদান করা হয়। প্রতিযোগীদের বিভিন্ন ভূমিকা (দলে ভাগ করে হয়) দেওয়া হয়। প্রতিটি দলে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব যুক্তি উপস্থাপন করে। আলোচনা ভিত্তিক উপস্থাপনা পরিবেশন করেন একজন দলনেতা। মূলত এই গেমটি অংশগ্রহনকারীদের আত্মবিশ্বাস, সমালোচনামূলক চিন্তাভাবনা, কল্পনা শক্তি ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
এবারের এই দলগত খেলাটিতে অংশগ্রহন করে ঈশ্বরদী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘আর এ আর এস’ উচ্চ বিদ্যালয়ের মোট ৮টি দল এবং প্রতিটি দলে চারজন করে সদস্য ছিলো। প্রতিটি দলকে ডিলেমা সংক্রান্ত প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল। এছাড়াও, প্রতিযোগিদের জ্ঞান, উপস্থাপনের ক্ষমতা ইত্যাদি বিষয় বিচার করার জন্য একজন বিচারক নির্ধারিত ছিলেন। এবারের খেলাটির বিষয় বস্তু ছিলো “নিউক্লিয়ার এয়ারশিপ”।
ডিলেমা: জনসাধারণের ভয় এবং দীর্ঘায়িত প্রকল্পের অর্থ প্রদানের বিষয়টি বিবেচনায় নিয়ে পারমাণবিক রিয়্যাক্টর সম্বলিত এয়ারশিপগুলির আধুনিকায়নে বিনিয়োগ করা কি যৌক্তিক?
ভূমিকা: এয়ারলাইন কোম্পানির সিইও, কোনো অঞ্চলের জনপ্রতিনিধি, পরিবেশ সংস্থার কর্মী, শিপিং কোম্পানির সিইও।
৮টি দলের মধ্যে প্রতিযোগিতার শেষে বিচারকের মতামতের ভিত্তিতে পুরষ্কার এবং গুডি ব্যাগ তুলে দেওয়া হয় বিজয়ীদের মধ্যে। এবারের প্রতিযোগিতার বিজয়ী দলের নাম “টিম রোজ” এবং বিজয়ীদের নাম গুলো হল মোছাঃ ইরফাত ইনতিয়াজ তাছফি, তাছনিম জাহান, তাছমিম জাহান, মুবাশশিরা হোসেন। তাদের ভূমিকা ছিল ‘কোনো অঞ্চলের জনপ্রতিনিধি’। পুরো অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রভাষক, রসায়ন বিভাগ, ঈশ্বরদী মহিলা কলেজ।