প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
ঈশ্বরদীর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও কুইজ অনুষ্ঠিত
০৭.১২.২০২১

ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্রে ৪ডিসেম্বর বেলা ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু প্রকৌশল বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী গবেষণা অনুদান (সিআরজি) সহযোগিতায় আলোচনা সভা ও কুইজ অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঈশ্বরদী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মুল আলোচ্য বিষয় উপস্থাপন করেন পরমাণু প্রকৌশল মোঃ ইকবাল হোসেন। এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ এবং এ সম্পর্কে সচেতনতা তৈরির ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, লেখক এবং কলামিস্ট ডঃ শফিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পারমাণবিক তথ্য কেন্দ্রের তত্বাবধানে ছাত্র ছাত্রীরা কুইজে অংশগ্রহণ করে৷ অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ৫জনকে স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।পাঁচজন শিক্ষার্থী হলো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হাই আল হাদী, কানিক আকতার, ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন ফারজানা অনন্যা, ইসরাত সুরাইয়া, মানিকনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দিন।