![](https://bdnuclear.energy/wp-content/uploads/2022/08/5F3DEA76-7332-4442-A2C0-A463F7B86E79.jpeg)
বিগত ২৮ জুলাই ২০২২ ইং ঈশ্বরদী নারিচা মশুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে “পারমাণবিক তথ্য কেন্দ্র” ঈশ্বরদী।
এই কর্মশালায় ছাত্র–ছাত্রীদের চেইন বিক্রিয়া সম্পর্কে একটি কার্টুন চলচিত্র প্রদর্শন করা হয়। চেইন বিক্রিয়া আসলে কিভাবে কাজ করে এবং তার ব্যাবহারিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়।
পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে চেইন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয় তা সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়া হয়। একই সাথে পরমাণু এবং পরমাণু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে সঠিক উত্তরদাতাদের বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিচা মশুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য শিক্ষিকাবৃন্দ।
পারমাণবিক বিদ্যুৎ এবং পারমাণবিক শক্তি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে “পারমাণবিক তথ্য কেন্দ্র” এসকল কার্যক্রমের অন্যতম হচ্ছে “স্কুল শিক্ষা কর্মশালা।”