প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
“নিউক্লিয়ার স্প্রিন্ট” আয়োজিত হল পারমাণবিক তথ্য কেন্দ্রের উদ্যোগে
১৮.০৩.২০২২

ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্র বরাবরই বিজ্ঞান ও প্রযুক্তিকে শিক্ষার্থীদের কাছে মজাদার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এরকমই একটি ফরম্যাট হল “নিউক্লিয়ার স্প্রিন্ট“।

১৭ মার্চ ঈশ্বরদীর বিভিন্ন স্কুলে এবং পারমাণবিক তথ্য কেন্দ্রের কনফারেন্স কক্ষে কয়েক ধাপে এই নিউক্লিয়ার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়।

নিউক্লিয়ার স্প্রিন্ট সাধারণত একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন করা হয়।ছাত্র-ছাত্রীরা কয়েকটি দলে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগত ভাবে কুইজের উত্তর দিয়ে, সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা দল গুলোকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের সকল সদস্যদের আকর্ষণীয় পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।

 

ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ভাষা শহীদ বিদ্যা নিকেতন প্রাঙ্গন এবং পারমানবিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এই স্প্রিন্টে উক্ত স্কুলসমুহ সহ ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্কুলের মোট ১৮০জন শিক্ষার্থী অংশ নেয়।


আমরা আশা করি এই ধরনের উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে এবং দলগত ভাবে সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা সমাধানের শিক্ষা পাবে।