প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
অনুষ্ঠিত হল “নিউক্লিয়ার হাইপোথিসিস ২০২২”
২৫.০৪.২০২২

ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্রে ১৯ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো নিউক্লিয়ার হাইপোথিসিস। এখানে অংশগ্রহণ করে ঈশ্বরদী এবং পাবনার প্রায় ৩০ জন বিভিন্ন বয়সী শিক্ষার্থী।

নিউক্লিয়ার হাইপোথিসিস একটি দলগত প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা দলগত ভাবে অংশগ্রহণ করে। প্রত্যেক দলকে একটি কল্পিত পরিস্থিতির প্রশ্ন দেওয়া হয়। দলগত আলোচনার মাধ্যমে সেই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর এবং উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হয়।

নিঃসন্দেহে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশীলতা জাগ্রত করে এবং চিরাচরিত পড়াশোনার বাহিরে সৃষ্টিশীল হতে শেখায়।

নিউক্লিয়ার হাইপোথিসিস ২০২২ এ বিজয়ী হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ।
বিজয়ী দলের সদস্যরাঃ
১) ইশারাত হোসাইন
২)রাকিবুল হাসান রনি
৩)মোঃ মামুন
৪)কামরুজ্জামান সৌরভ

বিজয়ী দলের সকল সদস্যই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।