প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
আন্তর্জাতিক যুব পারমাণবিক ফোরাম ওবনিঙ্ক নিউ ২০২৫ রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনের সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়েছে!
২৬.০৬.২০২৫

২৬ জুন, ওবনিঙ্ক শহরে রোসাটমের সহযোগিতায় অনুষ্ঠিত হয় তৃতীয় আন্তর্জাতিক যুব পারমাণবিক ফোরাম ওবনিঙ্ক নিউ ২০২৫। এটি রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী উদ্‌যাপন হিসেবে গুরুত্ব বহন করে এছাড়া এটি বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওবনিঙ্ক এনপিপির জন্মদিন উপলক্ষ্যে তৃতীয়বারের মতো আয়োজিত হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল: “স্বপ্ন দেখো এবং গড়ে তুলো বৈশ্বিক পারমাণবিক শিল্পের ভবিষ্যৎ”।

ফোরামে সরাসরি অংশ নেন ৭০০-এরও বেশি প্রতিনিধি এবং অনলাইনে ৭০টিরও বেশি দেশের অংশীদার ভেন্যু থেকে আরও কয়েক হাজার মানুষ যুক্ত হন। রোসাটমের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয় ও জনসংগঠনের প্রতিনিধি, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং তরুণ গবেষকরা অংশ নিয়ে আলোচনা করেন রোসাটমের উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে — যেমন পারমাণবিক চিকিৎসা, কোয়ান্টাম কম্পিউটার, স্মল মডুলার রিঅ্যাক্টর, বন্ধ পারমাণবিক জ্বালানি চক্র এবং পারমাণবিক শক্তি ও হাইড্রোজেন শক্তির মধ্যে সম্ভাব্য সমন্বয়।

 

এই অনুষ্ঠানটি রাশিয়া থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবং সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র, ঈশ্বরদী এর উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট অঞ্চলের উৎসাহী দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়া হয়।

ওবনিঙ্ক হল রাশিয়ার প্রথম সায়েন্স সিটি এবং একটি বৃহৎ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্লাস্টার, বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল, এ.আই. লেইপানস্কাই ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড এনার্জি, ওবনিঙ্ক ইনস্টিটিউট অব অ্যাটমিক এনার্জি ( ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআই এর একটি শাখা) এবং অন্যান্য উল্লেখযোগ্য গবেষণা কেন্দ্র। শহরটিতে রোসাটম টেকনিক্যাল অ্যাকাডেমির প্রধান ক্যাম্পাসও রয়েছে, যা পারমাণবিক শিল্পের কর্মীদের জন্য একটি আধুনিক বহু-বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র।

আন্তর্জাতিক যুব পরিষদ জুন ২৬ তারিখকে “শান্তিপূর্ণ পারমাণবিক দিন” রূপে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেয়, যা রোসাটম সমর্থন করেছে। ফোরামটি রাশিয়ার পারমাণবিক মাইলফলক উদ্‌যাপন করেছে (এই বছরের থিম “গর্ব প্রেরণা স্বপ্ন” এর আওতায়) —যেমন ওবনিঙ্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূচনা (১৯৫৪)।

ফোরামে বিশেষ গুরুত্ব দেওয়া হয় “ওবনিঙ্ক টেক ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড এডুকেশন সেন্টার ফর নিউক্লিয়ার অ্যান্ড রিলেটেড টেকনোলজিস”-এর ওপর, যা রোসাটমের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রটি ভবিষ্যতে রাশিয়া ও আন্তর্জাতিক বড় প্রকল্পগুলোর জন্য পারমাণবিক পেশাদারদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হবে।

আগামী ইভেন্টের মধ্যে রয়েছে মস্কোতে ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং গ্লোবাল অ্যাটমিক কুইজ, যা ৭০টি দেশে ১১টিরও বেশি ভাষায় যুবসমাজকে আকৃষ্ট করবে।

ভিডিও দেখতে এই লিঙ্কে প্রবেশ করুন: https://www.youtube.com/@RosatomGlobal