প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদীতে পারমাণবিক চুল্লীর নিরাপত্তা শীর্ষক সেমিনার আয়োজন
৩১.০১.২০২১
ঈশ্বরদীতে অবস্থিত “পারমাণবিক তথ্য কেন্দ্র (PIC)” ২০২০ সালের ৩০ নভেম্বর একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু করে। উদ্বোধনীর পর থেকে এই কেন্দ্র তার যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করে আসছে। তবে গত ৩১ শে জানুয়ারী, ২০২১ এ PIC তার চত্বরে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে একটি অফলাইন সেমিনারের আয়োজন করে।

কর্মসূচির শিরোনাম ছিল ” Modern Nuclear Technologies: Safety systems of Rooppur Nuclear Power Plant “। ঈশ্বরদীর বড় বড় স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ২ ঘন্টার এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ বক্তা হিসাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ প্রীতম কুমার দাস এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ডঃ প্রীতম কুমার দাস রূপপুর এনপিপিতে ব্যবহৃত হবে এমন সমস্ত অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা চিহ্নিত করার পাশাপাশি সম্পূর্ণ বক্তব্যই ব্যাখ্যার সাথে সন্দুরভাবে উপস্থাপন করেন। তিনি এই ইভেন্টের অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন যে এই মেগাপ্রজেক্টটি নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই, বরং পারমাণবিক প্রযুক্তি পরিবেশ ও মানুষের জন্য উপকারী এবং নিরাপদ।

সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশ্বরদীর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সেলিম আক্তার। তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি  “পারমাণবকি তথ্য কেন্দ্র (PIC)” কে এরকম সেমিনার আরো বেশি বেশি করে আয়োজন করার অনুরোধ করেন যাতে পারমাণবিক সম্পর্কিত মানুষের মধ্যে ভুল ধারণা দূরীভূত হয়। তার সাথে, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব আরিফুল ইসলাম এই অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং ঈশ্বরদীর শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ জাতীয় সেমিনার এবং অনুষ্ঠানের আরও বেশি আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ঈশ্বরদীর স্কুল-কলেজের ৩৬ জন সম্মানিত শিক্ষক এই সেমিনারে উপস্থিত ছিলেন এবং তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা প্রযুক্তির সাথে পরিচিত হয়ে এবং তা জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।