প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
ঈশ্বরদী উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর নিরাপত্তা নিয়ে সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র-এর বিশেষ সেমিনার আয়োজন
৩১.০৮.২০২৫

সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র (পিআইসি), ঈশ্বরদী, রোববার “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর পরীক্ষা ও নিরাপত্তা” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে, যেখানে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে ৫৪ জন অংশগ্রহণ করেন। সেশনটি পরিচালনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস।

ড. দাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি) গৃহীত নিরাপত্তা প্রোটোকল, পরীক্ষার ধাপসমূহ এবং আন্তর্জাতিক মানসমূহের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি সাধারণ বিভ্রান্তি দূর করেন, প্রকল্পের কঠোর নিয়ন্ত্রক তদারকি ও বৈশ্বিক মান অনুসরণের বিষয়টি তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতি ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করেন।

বক্তৃতা শেষে একটি মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করেন এবং ড. দাস তার বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে পিআইসি আসন্ন “প্রিসাইস এনার্জি অলিম্পিয়াড” এর ঘোষণা দেয়। এতে অঞ্চলের সকল বিদ্যালয়কে  অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়, যার মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল ও সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করা হয়, যা আরএনপিপি প্রকল্পের প্রতি আস্থা বাড়াতে এবং ঈশ্বরদী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব ও বৈজ্ঞানিক বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে সহায়তা করেছে।