প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
দেশের দক্ষিণে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিন্তা করছে সরকার
৩০.১০.২০১৯
দেশের দক্ষিণে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিন্তা করছে সরকার

পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা ভাবছে সরকার।

রূপপুরের মতো দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনবসতি কম এমন এলাকা বিদ্যুৎকেন্দ্রের জায়গা হিসেবে নির্বাচনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী এসব কথা উপস্থাপন করেন।

একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনাসহ প্রকল্পের বিস্তারিত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নুরুল আমিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গীস, শিল্প ও শক্তি বিভাগের সদস্য সাহিন আহমেদ চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মোট ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ২০২৩ সাল থেকেই ১২০০ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাবে। মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদনের বিষয়টি জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭১০ কোটি ৬৩ লাখ টাকা। চলতি বছর থেকে ২০২৫ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।