প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হল “গ্লোবাল এটমিক কুইজ ২০২২”
১০.১১.২০২২

রোসাটমের সাথে বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন করার জন্য ১০ নভেম্বর ঈশ্বরদী পারমাণবিক তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলগ্লোবাল এটমিক কুইজ ২০২২ পরমাণু বিজ্ঞান সম্পর্কে জ্ঞানের স্তর পরীক্ষা করা এবং প্রচুর নতুন দুর্দান্ত তথ্য জানার সুযোগ সৃষ্টি করার উদ্দ্যেশে তৃতীয় বারের মত বছরও এটি আয়োজন করা হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে এবছর অনুষ্ঠিত হল গ্লোবাল এটমিক কুইজ ২০২২। সকাল থেকে শিক্ষার্থীরা ঈশ্বরদী পৌরসভা ভবন চত্বরে অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্রে আসতে শুরু করে। সকাল ১০.০০ টা থেকে শুরু হয় কুইজ অনুষ্ঠান। সকলের মধ্যে প্রশ্ন সম্বলিত উত্তরপত্র সরবরাহ করা হয় যাতে মোট ২০টি প্রশ্ন ছিলো। এখানে বিভিন্ন ধরণের প্রশ্ন ছিলো যেমন, সত্য অথবা মিথ্যা বাচাই করাপছন্দের উত্তর বলেছেন নেওয়া, পেয়ার ম্যাচিং বা জোড়া মেলানো ইত্যাদি। ২০ টি প্রশ্নের জন্য মোট ৩০ মিনিট সময় ধার্য করে দেওয়া হয় শিক্ষার্থীদের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য। কুইজ শেষে একজন পরমানু বিষয়ে বিশেষজ্ঞ সকল প্রশ্নের সঠিক উত্তর যুক্তিসহ ব্যাখ্যা করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম তিন স্থান অধিকারীদের অর্থাৎ বিজয়ীদের মধ্যে ৩টি স্ম্যার্ট ওয়াচ তুলে দেওয়া হয়। সর্বশেষে সকলের মধ্যে নাস্তা বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা হলেন:

) মোঃ নাসিম আলী, রসায়ন বিভাগ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

) রাসেল উদ্দিন, রসায়ন বিভাগ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

) মুরসালিন আহমেদ, ফার্মেসি বিভাগ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।