প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হল “রাশিয়ায় পারমাণবিক শিক্ষা” বিষয়ক সেমিনার
২৫.০৯.২০২২

রবিবার ২৫ সেপ্টেম্বর, ২০২২ইং ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হল এক বিশেষ সেমিনার, এতে অংশগ্রহন করেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং ঈশ্বরদী সরকারি কলেজের প্রায় ৫৫ জন শিক্ষার্থী।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা আসতে শুরু করে। সেমিনার শুরু করার জন্য নির্ধারিত সময় ছিল দুপুর .০০টা। সেমিনার শুরুর আগে শিক্ষার্থীদেরকে নানান রকম খেলায় ব্যাস্ত রাখা হয়, অংশগ্রহনকর্রীদের মধ্যে বিজয়ীদের কলম মাস্ক স্যুভেনির হিসেবে দেওয়া হয়।

দুপুর .০০টায় মূল অনুষ্ঠান শুরু হয়। জেএসসি রোজেনারগোটমের নিউক্লিয়ার রিঅ্যাক্টর অপারেটর, মোহাম্মদ হামিদুল হক ছিলেন অনুষ্ঠানের স্পিকার।স্পিকার রাশিয়ায় পারমাণবিক শিক্ষার পরিস্থিতি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি যেসব বিষয়ে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলঃ

কেন রাশিয়ায় পারমাণবিক প্রযুক্তি অধ্যয়ন করা উচিত?

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ রয়েছে।

বৃত্তির সুযোগ।

কিভাবে আবেদন করতে হবে?

আবেদনের সময় ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা স্পিকারের কাছে প্রশ্ন করেন। সকল প্রশ্নের উত্তর দেন জনাব হামিদুল হক। সেমিনারে অংশগ্রহণকারীরা খুবই উচ্ছ্বসিত খুশি। সেমিনারে অংশগ্রহনকারী সকলের জন্য মনোমুগ্ধকর খাওয়ারের ব্যবস্থা ছিলো।