প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক তথ্য কেন্দ্রে বাবা দিবস উৎযাপিত হল
২০.০৬.২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্রে এক সৌজন্যমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কর্মজীবী বাবা এবং তাদের সন্তানেরা শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহন করেন। অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল একটি মজার এবং সৃজনশীল কার্যকলাপের জন্য বাবা এবং শিশুদের একত্রিত করা।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা (রোসাটম) এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেন সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র (পিআইসি)

অনুষ্ঠানটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বাবারা তাদের সন্তানদের সাথে নিয়ে আসেন এবং একটি মজার কর্মকান্ডে গিফ্ট কার্ড বানিয়ে দেয় বাবাদের। উপস্থিত সকল বাচ্চারা তাদের ইচ্ছামত কার্ড বানিয়ে এই সৃজনশীল কর্মকান্ডে যুক্ত হয়। অনুষ্ঠানটির অংশ হতে পেরে বাবা এবং তাদের সন্তানেরা উচ্ছ্বসিত ছিল এবং সকলে এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে।

সর্বশেষে উপস্থিত সকলের পক্ষে এক কর্মজীবী বাবা তার আবেগ মিশ্রিত বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যের একটা বৃহৎ অংশ জুড়ে প্রাধান্য পেয়েছে কিভাবে একজন বাবা তার জ্ঞানবুদ্ধি, চিন্তাচেতনা এবং মনন শিলতার মাধ্যমে তার সন্তানের মেধা বিকাশে সহায়তা করে যা সমাজ তথা দেশের সামগ্রিক উন্নতি সাধন করে। তার বক্তব্যের মাধ্যমে তিনি পারমাণবিক তথ্য কেন্দ্রকে ধন্যবাদ জানান এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য।

প্রসঙ্গত: রাশিয়ার আর্থিক কারিগরী সহায়তায় ঈশ্বরদী জেলার রূপপুরে নির্মীত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মানাধীন দুটি ইউনিটের প্রতিটিতে স্থাপিত হবে একটি করে + প্রজন্মের রুশ ভিভিইআর১২০০ রিয়্যাক্টর। এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সম্পূর্ণভাবে সক্ষম।