প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক তথ্য কেন্দ্র এর উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষামূলক অনুষ্ঠান “Science Battle”
০৮.১২.২০২২

“Nuclear and Science Days 2022” উৎযাপনের অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনরসাটম এর সহযোগিতায় ঈশ্বরদী শহরের ‘আর আর পি’ কমিউনিটি সেন্টার বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “Science Battle between Universities” শীর্ষক শিক্ষামূলক অনুষ্ঠান এর আয়োজনে করে এনার্জি অব দ্যা ফিউচার এবং বাস্তবায়ন করে পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী

এটি মূলত একটি শিক্ষা মূলক অনুষ্ঠান যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধ্যায়নরত নিজ নিজ বিভাগকে সকলের সামনে উপস্থাপন করেছে। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা করার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দ অনুযায়ী বিভাগে ভর্তি হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন বিভাগে নিয়ে পড়ালেখা কারলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা বেশি, কোন বিভাগ থেকে স্নাতক বা স্নাতোকত্তর ডিগ্রি নেওয়ার পর দেশে এবং বিদেশে চাকরি পাওয়ার সুযোগ বেশি, কোন বিভাগ থেকে পড়ালেখা করলে দেশের কোন কোন ক্ষেত্রে অবদান রাখা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মূলত মফস্বল এলাকার শিক্ষার্থীদের মধ্যে এই সকল জ্ঞানের কিছুটা কমতি দেখা যায়, তাদের পর্যাপ্ত মেধা এবং সক্ষমতা থাকা সত্তেও সঠিক দিক নির্দেশনার অভাবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী ঠিক এই চিন্তা ভাবনা থেকেই এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। পারমাণবিক তথ্যকেন্দ্র শুধু তথ্যকেন্দ্রই নয় বরং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার মানুষকে বিজ্ঞান মনস্ক করা, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা বাড়িয়ে দেওয়া, নতুন নতুন প্রযুক্তি সর্ম্পকে সকলকে অবগত করা ইত্যাদি বিষয় নিয়ে আরও গভীর ভাবে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছে। এক কথায় বলতে গেলে “Socio Cultural Hub” তৈরী করার ব্যাপারে আগ্রহী।

এবারের অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিল পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঈশ্বরদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থীরা। অংশগ্রহনকারী বক্তা এবং শ্রতাদের উভয়ই শিক্ষার্থী হওয়ায় সকলেই বেশ আগ্রহের সাথে পুরো সময়টিতে যুক্ত ছিলো। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত বিভাগ গুলো হতে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করে:

  • Department of Computer Science and Engineering (CSE)
  • Department of Electrical and Electronic Engineering (EEE);
  • Department of Electrical, Electronic and Communication Engineering(EECE);
  • Department of Information and Communication Engineering (ICE);
  • Department of Civil Engineering (CE);
  • Department of Architecture (Arch.)
  • Department of Urban and Regional Planning (URP)
  • Department of Statistics
  • Department of Chemistry
  • Department of Pharmacy
  • Department of Mathematics
  • Department of Geography and Environment (GE)


বিশ্ববিদ্যালয়ের
সকল বিভাগের উপস্থাপনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। সকলেই উৎফুল্ল ভাবে এতে অংশগ্রহন করেন এবং উপস্থাপনার উপর ভিত্তিকরে পছন্দের বিভাগকে ভোট প্রদান করেনভোট গণনা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী বিভাগের প্রতিনিধিদের হাতে উপহার হিসেবে স্মার্ট ওয়াচ তুলে দেওয়া হয়বিজয়ীদের তালিকা যথাক্রমে:

  • Department of Architecture (Arch.)
  • Department of Electrical and Electronic Engineering (EEE)
  • Department of Information and Communication Engineering (ICE)

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৌতুহলি মনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের প্রতিনিধিরাএছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্ম্পকে নানা প্রশ্নের সঠিক উত্তর এবং জনসাধারণের মধ্যে বিরাজমান ভ্রান্ত ধারণা গুলো দূর করেন পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী এর ম্যানেজারবৃন্দ। সর্বশেষে সকলের মধ্যে বিশেষভাবে ডিজাইন করা কলম, টিশার্ট, ব্যাগ এবং দুপুরের খাবার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।