প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
পারমাণবিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের আয়োজন করা হয়
২৮.১০.২০২২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্প সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্তরের মানুষের জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করেপারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী মাইক্রোবাস যোগে পারমাণবিক তথ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার এবং কমিউনিকেশন ম্যানেজার মোঃ আহসান হাবিব ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এই ক্যাম্পেইন সম্পন্ন করে।

২৮ অক্টোবর, ২০২২ ইং সকাল ১০টার দিকে পাকশীতে দিনের প্রথম ক্যাম্পেইন শুরু হয়। এতে সকলের জন্য নলেজ টেবিল কার্যক্রম উন্মুক্ত ছিলো। পাঠকদের সুবিদার্থে বলে রাখা ভাল যে, নলেজ টেবিল একটি খুবই জনপ্রিয় সেগমেন্ট, দর্শনার্থীরা এখান থেকে জ্ঞান বিজ্ঞানের নানান শাখা সর্ম্পকে জানতে ও শিখতে পারে, কিছু মজাদার তথ্য সম্বলিত গেমস এরমধ্যে উল্লেখযোগ্য। যেমন, পতাকা দেখে দেশের নাম বলা, ডার্ট নিক্ষেপ করে নম্বর সংগ্রহ করা, তেজস্কিয় মৌল সমূহ বাছাই করা, আবিস্কারকের তথ্য বিশ্লেষন করে নাম বলতে পারা, আবিস্কার অথবা উদ্ভাবনের সালের উদ্ধক্রম বা নিম্নক্রম অনুযায়ী সাজানো, রুবিক কিউব সমাধান করা সহ আরো অন্যান্য। সকলেই প্রায় এই মজারনলেজ টেবিলএ অংশগ্রহন করেন এবং বিভিন্ন পুরষ্কার এবং ব্রোশিওরের মতো স্যুভেনির জিতে নেন। অংশগ্রহনকারীদের মধ্যে অনেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করে। এছাড়াও পারমাণবিক তথ্যকেন্দ্রের পক্ষ হতে পারমাণবিক শক্তি সম্পর্কে বিভিন্ন মজাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে শেয়ার করা হয়।

ঈশ্বরদী উপজেলার ৪টি গুরুত্বপূর্ণ গ্রামের (রূপপুর, পাকশী, লক্ষীকুন্ডা, বাঘইল) মোট ৫টি স্থানে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে প্রতিটি স্থানেই উপরিউক্ত ক্রিয়াকলাপগুলি পুনরাবৃত্তি হয়েছিল।সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলা ক্যাম্পেইনটিতে প্রায় ৪৮০ জন উৎসুক সাধারণ মানুষ অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীদের দ্বারা সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন: আমরা কি আরএনপিপির পাশে নিরাপদ? এনপিপি কাজ শুরু করার পরে গ্রামগুলির তাপমাত্রা কি বাড়বে? আরএনপিপি শুরু হওয়ার পরে কি পশুপালন কৃষির কোনও ক্ষতি হবে?