প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
বাংলাদেশে ২০২৫ সায়েন্স ফেস্টিভ্যাল: একাধিক উপজেলায় ভ্রাম্যমাণ আয়োজন, জনগণকে পারমাণবিক বিজ্ঞান ও উদ্ভাবনে সম্পৃক্ত করবে
০৯.১২.২০২৫

বাংলাদেশে আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সায়েন্স ফেস্টিভ্যাল। এ বছরটি বিশেষ তাৎপর্য বহন করে, কারণ একই সঙ্গে উদযাপিত হচ্ছে রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০ বছর পূর্তি। এই উৎসবের লক্ষ্য হলো বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি, পারমাণবিক জ্বালানি সম্পর্কে জনসচেতনতা গঠন এবং ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণসমাজকে উৎসাহিত করা। উৎসবটি পাবনা অঞ্চলের বিভিন্ন স্থানে আয়োজিত হবে।

ফেস্টিভ্যালটি ভ্রাম্যমাণ সায়েন্স বাস কার্যক্রম এবং অন-সাইট ইভেন্টের মাধ্যমে নিচের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:

১০ ডিসেম্বর (বুধবার): সুজানগর, বেড়া

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার): ফরিদপুর, আটঘরিয়া

১২ ডিসেম্বর (শুক্রবার): সাঁথিয়া, চাটমোহর

১৩ ডিসেম্বর (শনিবার): পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST)-এ সায়েন্স ডিবেট চ্যালেঞ্জ এবং পাবনা সদর–এ বাস কার্যক্রম

১৪ ডিসেম্বর (রবিবার): ভাঙ্গুড়া, ঈশ্বরদী

প্রতিটি স্থানে দর্শনার্থীরা অংশ নিতে পারবেন একটি ইন্টারঅ্যাকটিভ সায়েন্স জোনে, যেখানে পারমাণবিক জ্বালানি সম্পর্কে সহজবোধ্য তথ্যসমৃদ্ধ উপকরণ, তথ্য টেবিল, ব্রোশিউর এবং ফুয়েল প্যালেটের মতো ডেমোনস্ট্রেশন থাকবে। সব বয়সের মানুষের জন্য বিভিন্ন শিক্ষামূলক খেলা ও হাতে-কলমে অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হবে, যেমন:

• বিজ্ঞানীর নাম অনুমান করা – সূত্র ও অবদানের ভিত্তিতে বিজ্ঞানী সনাক্তকরণ

• ক্রোনোগ্রাফ – বৈজ্ঞানিক ঘটনাবলি সঠিক সময়ক্রমে সাজানো

পতাকা দেখে দেশের নাম বলতে পারা – পতাকা ও সূত্র দেখে দেশ চেনা

• বাংলাদেশের পাজেল – কাঠের পাজল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি

• পেন্টোমিনোস – জ্যামিতিক পাজল দিয়ে লজিক সমাধান

• এনার্জি হুইল কুইজ – ঘূর্ণায়মান বিভাগ থেকে প্রশ্নের উত্তর (এনার্জি ফ্যাক্টস, রিনিউবল এনার্জি, সায়েন্স ট্রিভিয়া, বাংলাদেশ এনার্জি, নিউক্লিয়ার সেফটি ইত্যাদি)

• রূপপুর থিমযুক্ত স্প্রিন্ট – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিহাস, নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ে কুইজ

• রেডিয়েশন ডিটেক্টিভ – কলা, গ্রানাইট, এক্স-রে মেশিনের মতো প্রাকৃতিকভাবে স্বল্প রেডিয়েশন নির্গতকারী দৈনন্দিন বস্তু শনাক্ত করা

এই সকল কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সায়েন্স ফেস্টিভ্যাল মানুষের মধ্যে কৌতূহল জাগানো, পারমাণবিক বিজ্ঞান ও জ্বালানি সম্পর্কে বোধগম্যতা বাড়ানো এবং তরুণ সমাজ ও স্থানীয় কমিউনিটিকে প্রযুক্তি কীভাবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে তা অন্বেষণে উৎসাহিত করবে।

ফেস্টিভ্যালটি বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি পারমাণবিক শিল্পের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাইলফলক উদযাপনের জন্য এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

(ছবি কৃতজ্ঞতা: ইকবাল হাসানী)