পারমাণবিক তথ্য কেন্দ্র, ঈশ্বরদী এর উদ্যোগে বিগত ১৫ই অক্টোবর “বিশ্ব হাত ধোয়া দিবস” উদযাপিত হয় তারই ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নিকটবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ এর পাবনা শাখার কারখানায় একদিন ব্যাপী একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়।
উক্ত সফরে অংশগ্রহন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী এবং আরও যোগদান করেন এটোমেস্ট্র এক্সপোর্ট এর হেড অব কমিউনিকেশনস নিনা ডেমেন্টসোভা, এনার্জি অব দ্যা ফিউচারের ডেপুটি জেনারেল ডাইরেক্টর আলেক্সজান্ডার বেইবাকভ, পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার এবং কমিউনিকেশন ম্যানেজার মোঃ আহসান হাবিব।
সকাল ১০ শিক্ষার্থীদের সকলকে বাসযোগে একসাথে স্কয়ার টয়লেট্রিজ এর পাবনা শাখার কারখানায় নিয়ে যাওয়া হয়। এরপর স্কয়ার টয়লেট্রিজ এর পক্ষে পাবনা প্ল্যান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক এর তত্বাবধায়নে অভ্যর্থনা শেষে প্রথমে সকলকে হ্যান্ড সেনিটাইজার, পিপিই, হেড ক্যাপ, স্যু ক্যাপ, ফেস ম্যাস্ক সরবরাহ করা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন শুরু হয়।
সকাল ১০টা হতে শুরু করে দুই ঘন্টাব্যাপী চলা উক্ত পরিদর্শনে শিক্ষার্থীরা বিভিন্ন সুরক্ষা পণ্য যেমন, হ্যান্ড সেনিটাইজার, লিকুইড হ্যান্ড ওয়াস ইত্যাদি পণ্যের শুরু হতে শেষ পর্যন্ত উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান যাচাই, গবেষণা এবং উন্নয়ন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারে। পরিদর্শন শেষে স্কয়ার গ্রুপের পক্ষ হতে তাদের বিগত সময়ের সামাজিক উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হয়।
অতঃপর নিনা ডেমেন্টসোভা তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সে সময় তিনি স্কয়ার গ্রুপের আতিথিয়তার প্রশংসা করেন এবং টেকনলজি শেয়ার করার ব্যাপারেও উদ্ভুদ্ধ করেন। সবশেষে তিনি স্কয়ার গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।সবশেষে শিক্ষার্থীদের নিয়ে নিউক্লিয়ার সেফটি বিষয়ে কুইজের আয়োজন করা হয় এবং ফলাফলের ভিত্তিতে প্রথম পাঁচজনের মধ্যে মূল্যবান উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে উপস্থিত সকলের মাঝে গেন্জি, ফ্লায়ার,স্টিকার, নাস্তা এবং দুপুরের খাবার বিনামূল্যে বিতরণ করা হয়।