প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে পারমাণবিক তথ্য কেন্দ্রের উদ্যোগে “Healthy Families, Healthy Nation” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়
০৫.১১.২০২২

পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী এর উদ্যোগে বিগত ১৫ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয় তারই ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পার্শবর্তী এলাকাগুলিতে সপ্তাহব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি মূলত কিছু স্বল্প আয়ের পরিবার নিয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার এবং কমিউনিকেশন ম্যানেজার মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানটি মূলত রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা (রোসাটমের) এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী চলা এই অনুষ্ঠানটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পার্শবর্তী এলাকাগুলি হতে ১৫ টি একাধিক সদস্য সংখ্যা বিশিষ্ট স্বল্প আয়ের দরিদ্র পরিবার অংশগ্রহন করেন।পারমাণবিক তথ্যকেন্দ্রের পক্ষ হতে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। তথ্যকেন্দ্রের পক্ষ হতে সকল পরিবারকে একটি করে বিশেষ বক্স সরবরাহ করা হয়, এটিকে বিশেষ সেফটি বক্সও বলা হয়। প্রতিটি বক্সে ১২ প্রকারের বিভিন্ন সুরক্ষা পণ্যে সম্বলিত ছিলো। যেমন ব্রাশ, পেস্ট, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস, স্যানিটারি প্যাড, কটন বাড্ , সাবান, ট্যিসু পেপার, ফেসিয়াল মাস্ক, নেইল ক্লিপের সেট, এন্টি সেপটিক ক্রিম। এসময় পারমাণবিক তথ্যকেন্দ্রের ম্যানেজার সকল পরিবারকে এসকল সুরক্ষা পণ্যগুলোর সঠিক ব্যবহার করে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেসব বিষয় সম্বন্ধে অবগত করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে সকল ভ্রান্তধারনা দূর করার জন্য সঠিক তথ্য প্রদান করা হয়। উপস্থিত সকলকে ফ্লায়ার এবং স্টিকার সুভিনিয়র হিসেবে দেওয়া হয়।