প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্ম পরিদর্শন করে সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করেছেন
২৪.১১.২০১৯
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্ম পরিদর্শন করে সংসদীয় কমিটি সন্তোষ প্রকাশ করেছেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এবং কাজ পরিদর্শন করার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে কমিটির সদস্য শফিকুল ইসলাম খাঁন, বেগম শিরীন আহমেদ এবং বেগম সেলিমা আহমেদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হক, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের উপদেষ্টা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্পের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা অলোক কুমার চক্রবর্তী, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এএসইর ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতোচকিন প্রকল্পের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে বর্ণনা করেন।

পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হক বলেন, এর আগে এসে শুধু মাটি ভরাট দেখেছিলাম এবং তথ্য-উপাত্ত মুখে শুনেছিলাম। আমাদের ইঞ্জিনিয়ার ও রাশিয়ানদের কর্ম প্রচেষ্টায় এবং সুন্দর ব্যবস্থাপনায় কাজের অগ্রগতি দেখে আমরা অভিভূত। তিনি বলেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী একজন ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট। তিনি নিয়মিত এখানে এসে কাজের তদারকির কারণে প্রকল্পের কাজ সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে। নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ ফ ম রুহুল হক বলেন, ফুকুশিমায় দুর্ঘটনার পর নতুন ব্যবস্থাপনায় বিশেষ করে ভূমিকম্প এবং দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে এই প্রকল্পে নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।