প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ ২৫ ভাগ সম্পন্ন হয়েছে
০৬.০৪.২০২০
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ ২৫ ভাগ সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ ইতোমধ্যেই ২৫ ভাগ সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে করোনা পরিস্থিতির মধ্যেও যাবতীয় কাজ আগের মতই চলছে।

প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের ইনার মাউন্টিন ব্লক প্রিপারেশনের কাজ ২০ মিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং ৩৪.৪২ মিটার পর্যন্ত কাজ এখন চলমান রয়েছে। ১২টি মাউন্টিন ব্লকের মধ্যে ৩টি স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

কাজের অগ্রগতি প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নির্মাণ কাজের ২৫ ভাগ সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে বলেন, “করোনা ভাইরাসের দ্বারা যাতে দেশী-বিদেশী কোন কর্মী আক্রান্ত না হয়, এজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আরো একধাপ এগিয়ে যাবে।”

তিনি আরো বলেন, “করোনা মোকাবেলায় মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে ঢাকার ৭টি হাসপাতালে নিয়মিত স্যানিটাইজার সরবরাহ করছে।” রাজশাহীতেও অচিরেই স্যানিটাইজার সরবরাহ করা হবে বলে তিনি জানিয়েছেন।

প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানান, এরই মধ্যে প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের ইনার মাউন্টিন ব্লক প্রিপারেশনের কাজ ২০ মিটার পর্যন্ত সম্পন্ন এবং ৩৪.৪২ মিটার পর্যন্ত কাজ এখন চলমান রয়েছে। ১২টি মাউন্টিন ব্লকের মধ্যে ৩টি স্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, গত ১৭ই মার্চে প্রকল্প এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ সরেজমিনে প্রকল্পের কর্মযজ্ঞ পরিদর্শনের সময় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।