প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
শহীদ আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ে পারমাণবিক তথ্যকেন্দ্র ঈশ্বরদী এর উদ্যোগে “School Lessons” শীর্ষককর্মশালা অনুষ্ঠিত হল
২৫.০৫.২০২৩

২৫ মে  ২০২৩ ইং তারিখে ঈশ্বরদী শহীদ আবুল কাসেম উচ্চ বিদ্যালয়েসর্বসাধারণ পারমাণবিকতথ্যকেন্দ্র” এর উদ্যোগে “School Lessons: Nuclear Energy; Energy of the Future” নামকএক মনমুগ্ধকর কর্মশালার আয়োজন করা হয়।

পারমাণবিক যুগে বাংলাদেশের পদার্পণের ফলে পারমাণবিক শক্তি এবং তার দ্বারা বিদ্যুৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্টসকল কার্যক্রম সর্ম্পকে সঠিক ধারণা প্রদান করার অন্যতম মাধ্যম হল এই সকল কর্মশালা।

উক্ত কর্মশালায় ছাত্রছাত্রীদের সামনে “Nuclear Power Plant in Your Hand” নামক মোবাইল এপ্লিকেশনএর সাহায্যে অগমেন্টেড রিয়্যালিটি ব্যবহার করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল অংশের বিস্তারিত বর্ণনাসহ ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। সময় কৌতুহলী ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরণের জিজ্ঞাসার উত্তর এবংমোবাইল এপ্লিকেশনটি সঠিক ভাবে পরিচালনা করতে সহায়তা করেন পারমাণবিক তথ্যকেন্দ্র ঈশ্বরদীএর প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার এবং কমিউনিকেশন ম্যানেজার মোঃ আহসান হাবিব। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা, শিক্ষার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তা সুরক্ষা এবং আরওঅন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সর্ম্পকে সঠিক তথ্য প্রদান করেন প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার।

সবশেষে সৌজন্যমূলক উক্ত কর্মশালায় উপস্থিত শহীদ আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শ্রেনীর বিভিন্নবিভাগের প্রায় অর্ধশত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় অনস্পট কুইজ প্রতিযোগিতা, কর্মশালায় আলোচ্যবিষয়গুলো হতে যার উত্তর সহজেই পাওয়া যায়। মজার সেই কুইজ প্রতিযোগীতায় প্রথম হতে তৃতীয় স্থানঅধিকারীদের হাতে তুলে দেওয়া হয় স্বরণীকা এবং উপহার সামগ্রী।

প্রসঙ্গত: “সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্রকখনই বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের জন্যউদ্ভুদ্ধ করে না। শুধু মাত্র “School Lessons” শীর্ষক কর্মশালা আয়োজনের প্রয়োজনে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিশেষ অনুমতি সাপেক্ষে শ্রেণীকক্ষে শিক্ষকদের তত্তাবধানে স্বল্প সময়রে জন্য মোবাইল ব্যবহার করা হয়।