প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
“পারমাণবিক তথ্য কেন্দ্র (PIC)” তে ২৩ সেপ্টেম্বর “বিজ্ঞানের বিস্ময়” বিষয়ক কুইজ অনুষ্ঠিত
০১.১০.২০২১

ঈশ্বরদী পৌরসভা চত্বরে অবস্থিত “পারমাণবিক তথ্য কেন্দ্র (PIC)” তে ২৩ সেপ্টেম্বর “বিজ্ঞানের বিস্ময়” বিষয়ক কুইজ অনুষ্ঠিত ‍।

উক্ত প্রতিযোগিতায় ঈশ্বরদী সরকারি কলেজ এবং মহিলা কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব বিপ্লব কুন্ডূ এবং ঈশ্বরদী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সোহেল রানা।

অনুষ্টানের অতিথি গণ প্রথমে পদার্থ বিজ্ঞানের বিস্ময়কর কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। জনাব বিপ্লব কুন্ডূ”আলোক তড়িৎ ক্রিয়া” এবং জনাব সোহেল রানা “আলোর প্রতিফলন” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে তাদের আলোচ্য বিষয় এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক প্রশ্নের উপর কুইজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই কুইজের বিজয়ীরা হচ্ছেঃ
১ম মৃত্তিকা সুলতানা(ঈশ্বরদী সরকারি কলেজ)
২য় মোঃ হৃদয় হাসান(ঈশ্বরদী সরকারি কলেজ)
৩য় তমালিকা কুন্ডূ(ঈশ্বরদী মহিলা কলেজ)

 

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত অতিথিগণ।