সবাইকে শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ২১ ডিসেম্বর ২০২১ থেকে ২৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত পারমাণবিক শক্তি এবং বিজ্ঞানের প্রচার ও প্রসার এবং জনমনে পারমাণবিক শক্তি এর সম্পর্কে সঠিক ধারণা প্রদানের জন্য আয়োজিত হবে “Nuclear and Science Days 2021″। এ উপলক্ষে সপ্তাহব্যাপী যেসব আয়োজন থাকছে সেগুলো হলঃ
১) 2 Minutes of Science: যেখানে ২ মিনিটে বিজ্ঞান এর একটি বিষয় নিয়ে আলোচনা করবেন একজন এক্সপার্ট।
২) Web’s most searched questions on Nuclear: এতে নিউক্লয়ার নিয়ে গুগলে যেসব প্রশ্ন মানুষ করে থাকে সেগুলোর জবাব দেবেন নিউক্লীয় ক্ষেত্রের দুইজন এক্সপার্ট।
৩) Big Little Science: আমাদের দেশের শিশু কিশোর রা যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ নিয়ে শেখা ও শেখানোর জন্য প্রতিনিয়ত নিত্য নতুন প্রচেষ্টা করে যাচ্ছে তা নিয়ে একটি ফিচার ফিল্ম।
৪) Atom is for Humanity: পৃথিবী জুড়ে সাধারণ মানুষের জীবনে কিভাবে পারমাণবিক শক্তি এনেছে পরিবর্তন এবং অগ্রগতি সেসব গল্পগুলোর একটি অসাধারণ সংগ্রহ যা আমরা তিনটি ভিডিও এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।
৫) Nuclear Bus Tour: আমরা একটি বাস নিয়ে বিভাগীয় শহর ও জেলাগুলোয় আসছি আপনাদের সাথে কথা বলতে এবং পারমাণবিক শক্তি সম্পর্কে আপনাদের প্রশ্নের জবাব দিতে। সাথে থাকবে আমাদের নানা আয়োজন যাতে আপনাদের মাঝে পরমাণু শক্তি এর সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য পৌছাতে পারি। আমাদের বাস ট্যুর কার্যক্রমে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরষ্কার।
আশা করি এ আয়োজনে আমাদের পাশেই থাকবেন এবং উতসাহ যোগাবেন। ধন্যবাদ।