রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম এবং ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র (পিআইসি)-এ “পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং” শীর্ষক এক সেমিনার আয়োজন করে। এটি “প্রিসাইজ এনার্জি ” অলিম্পিয়াড প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল সাংবাদিকদের মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আলেকজান্ডার নাখাবভ, উপপ্রধান, নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (এমইপিএইচআই, রাশিয়া)। তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন— পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যপ্রণালী, কমিশনিং প্রক্রিয়ার ধাপসমূহ, কমিশনিং কার্যক্রম ও দায়িত্ব, পারমাণবিক জ্বালানি লোডিং এবং সাবক্রিটিক্যাল টেস্ট, প্রাথমিক ক্রিটিক্যালিটি ও লো পাওয়ার টেস্ট, পাওয়ার টেস্ট ও তার ফলাফল, জ্বালানি পুনরায় লোডিং ও রক্ষণাবেক্ষণ, এবং এনপিপি কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম।
প্রফেসর নাখাবভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সর্বাধুনিক ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর প্রযুক্তিতে নির্মিত হচ্ছে, যা আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করবে। এর ফলে মানব জীবন এবং পরিবেশ থাকবে সর্বোচ্চ ঝুঁকিমুক্ত। পারমাণবিক চুল্লি থেকে যে ভয়াবহ রেডিয়েশন বিকিরণের কথার চর্চা করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।

তিনি আরও বলেন, একজন বিমান আরোহী বিমানে আরোহণ করলে যে পরিমাণ রেডিয়েশনে আক্তান্ত হন রূপপুর পারমাণবিক চুল্লি থেকে সেই পরিমাণ রেডিয়েশনও নির্গত হওয়ার কোনো আশঙ্কা নেই। তাছাড়া এই প্রকল্পের কারণে আশপাশের এলাকায় বসবাসকারী জনগণেরও ক্ষতির ন্যূনতম সন্দেহ নেই। তাছাড়া এই প্রকল্পটি পরমাণু বিশ্বের সকল প্রকার নিয়মনীতি মেনেই নির্মাণ করা হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসমা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, রূপপুর এনপিপি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; মো. আলিউজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান, রূপপুর এনপিপি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; সৈকত আহমেদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণমাধ্যম), রূপপুর এনপিপি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; এবং ইশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সেমিনারটি সাংবাদিকদের পারমাণবিক প্রযুক্তি ও নিরাপত্তা সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করে এবং বাংলাদেশের টেকসই জ্বালানি উন্নয়নে পারমাণবিক শক্তির ভূমিকা তুলে ধরে।
(ছবি: অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট, রোসাটম)
