মিডিয়া সেমিনারের শিরোনাম ছিল “Contribution of the rooppur nuclear power plant construction to the sustainable development of Bangladesh” অর্থাৎ বাংলাদেশের টেকসই উন্নয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অবদান।
সেমিনারে উপস্থিত ছিলেন এএসই গ্রুপের গণযোগাযোগ বিভাগের বিশেষজ্ঞ নাটালিয়া গনচারোভা, মস্কোর জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্টের প্রধান বিশেষজ্ঞ কনস্ট্যান্টিন ফোকিন, এনার্জি অফ দা ফিউচারের উপ-মহাপরিচালক আলেকজান্ডার বেবেকভ এবং নিউক্লিয়ার পাওয়ারপ্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা ইকবাল হাসানী।
নাটালিয়া গনচারোভা সভার মূল বিষয়ে বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন। তিনি টেকসই উন্নয়নে রোসাটমের গৃহীত পদক্ষেপ,জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়নে বাংলাদেশের লক্ষ্যমাত্রা সহ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প কিভাবে বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখছে এসব বিষয়ে আলোকপাত করেন।তিনি জানান বর্তমানে ২০৯৬৮ জন এই নির্মান প্রকল্পে কর্মরত আছে যা ২০২১ সালের শেষ নাগাদ ২২১০৫ জনে গিয়ে দাঁড়াবে।
সেমিনারের পরবর্তী পর্যায়ে বক্তব্য রাখেন জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্টের প্রধান বিশেষজ্ঞ কনস্ট্যান্টিন ফোকিন। তিনি রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রোসাটমের পারমানবিক শিক্ষা ব্যাবস্থা বিষয়ে আলোচনা করেন। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং পরিচালনার জন্য বাংলাদেশীদের দক্ষ করে গড়ে তুলতে রোসাটমের পদক্ষেপ তুলে ধরেন।
তিনি বলেন বর্তমানে ২৪জন বাংলাদেশী রাশিয়াতে পরমাণু ও পরমাণু বিষয়ক বিভিন্ন অনুষদে অধ্যায়নরত আছে। এছাড়া এখন পর্যন্ত ৬৯ জন বাংলাদেশী সফল ভাবে তাদের অধ্যায়ন সম্পন্ন করেছে, যার মধ্যে ২৬ জন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত। তিনি আরো জানান, বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে পরমাণু বিষয়ক শিকার ব্যাপারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং National Research Nuclear University MEPhI (Moscow Engineering Physics Institute) এর মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকর রয়েছে। এছাড়াও রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কর্মীদের রাশিয়ায় প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেছে ২০১৮ সাল থেকে। এখন পর্যন্ত ৪১৯ জন প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে এবং ১৮০ জন সফল ভাবে শেষ করেছে।
এছাড়াও সেমিনারে এনার্জি অফ দা ফিউচারের উপ-মহাপরিচালক আলেকজান্ডার বেবেকভ “পারমাণবিক তথ্য কেন্দ্রের” বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।