
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) কার্যক্রম শুরুর প্রস্তুতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে।
আরএনপিপি প্রকল্পের পরিচালক জাহেদুল হাসান জানান, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে আরএনপিপিতে এটি আইএইএ-র প্রাথমিক মূল্যায়ন পরিদর্শন।
১২ সদস্যের এই প্রতিনিধি দলটি ইউরি মার্তিনেঙ্কোর নেতৃত্বে শনিবার রাতে প্রকল্প এলাকায় পৌঁছে পরদিন সকালে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু করে। ১৩ মার্চ পর্যন্ত দলটি প্রকল্পের সকল প্রস্তুতিমূলক কাজ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।
পরিদর্শনকালে আইএইএ বিশেষজ্ঞরা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জাহেদুল হাসান বলেন, “বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। আমরা ইউনিট-১ এর কাঠামোগত ও যন্ত্রপাতি সংক্রান্ত কাজ প্রায় শেষ করেছি। আইএইএ দল পুরো প্রস্তুতি প্রক্রিয়া পর্যালোচনা করবে। পাঁচ দিনের এই সফরে বিশেষজ্ঞরা কেন্দ্রের কাঠামোগত, প্রযুক্তিগত এবং যন্ত্রপাতির প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করবেন। তাদের পর্যবেক্ষণ ও প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে এগোব।”
তিনি আরও জানান, “ইউনিট-১ এর নির্মাণ ও স্থাপন কাজ প্রায় শেষ হলেও বিদ্যুৎ উৎপাদন শুরু হতে আরও কিছু সময় লাগবে। বিদ্যুৎ উৎপাদনের আগে ট্রান্সমিশন সিস্টেমসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে, যা প্রায় দুই মাস সময় লাগবে। এরপর জ্বালানি লোডিং প্রক্রিয়া শুরু হবে এবং রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ভেতরে জ্বালানি প্রস্তুত করতে আরও তিন মাস সময় লাগবে।”
(ছবি: সংগৃহীত)