প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
প্রিসাইজ এনার্জি অলিম্পিয়াড ২০২৫-এর নিবন্ধন শুরু হয়েছে!
০৮.১০.২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে প্রিসাইজ এনার্জি অলিম্পিয়াড ২০২৫-এ অংশগ্রহণের জন্য— একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা, যা তরুণ প্রজন্মকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের জগতে অনুপ্রাণিত করতে আয়োজন করা হয়েছে।

ঐতিহ্যগতভাবে সর্বসাধারণ পারমাণবিক তথ্য কেন্দ্র, ঈশ্বরদী ও অলাভজনক প্রতিষ্ঠান “এনার্জি অব দা ফিউচার” এই প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে। সহ-আয়োজক ও সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রোসাটম, এবং মস্কো মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট (এমইপিএইচআই)।

প্রতিযোগিতার উদ্দেশ্য:

এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং আধুনিক শক্তি ব্যবস্থার বিষয়ে তাদের জ্ঞান ও উপলব্ধি বাড়ানো।

প্রতিযোগিতার ধাপসমূহ:

প্রিলিমিনারি রাউন্ড:

অংশগ্রহণকারীদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বোচ্চ স্কোর অর্জনকারীরা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবেন।

শিক্ষার্থীদের জন্য প্রিলিমিনারি রাউন্ডে এক ঘণ্টার পরীক্ষা হবে, যেখানে ছয়টি প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি বিষয়ের জন্য দুটি করে প্রশ্ন বরাদ্দ থাকবে: পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত। অলিম্পিয়াড আয়োজকরা কলম এবং কাগজ সহ প্রয়োজনীয় সমস্ত লেখার উপকরণ সরবরাহ করবেন এবং শিক্ষার্থীদের অবশ্যই প্রদত্ত কাগজে সমস্ত প্রশ্নের সমাধান করতে হবে।

ফাইনাল রাউন্ড:

নির্বাচিত প্রতিযোগীদের ঈশ্বরদীতে আমন্ত্রণ জানানো হবে, যেখানে তারা উচ্চস্তরের সমস্যা সমাধানমূলক কার্যক্রমে অংশ নেবেন।

পুরস্কার ও স্বীকৃতি:

প্রতিটি অংশগ্রহণকারী পাবেন সার্টিফিকেট অব পার্টিসিপেশন। এছাড়াও মোট ৯ জন বিশ্ববিদ্যালয়-স্তরের বিজয়ী নির্বাচিত হবেন — প্রতিটি বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী।

১ম স্থান: ল্যাপটপ

২য় স্থান: ট্যাবলেট

৩য় স্থান: স্মার্টফোন

বিদ্যালয় স্তরের অলিম্পিয়াড:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের জন্য পৃথক প্রতিযোগিতাও আয়োজন করা হবে। এ বছর ঈশ্বরদী উপজেলার ৪৫টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

সকল অংশগ্রহণকারী পাবেন সার্টিফিকেট, এবং বিজয়ীরা পাবেন—

১ম স্থান: ল্যাপটপ

২য় স্থান: ট্যাবলেট

৩য় স্থান: স্মার্টওয়াচ

এই অলিম্পিয়াডটি বাংলাদেশ, মিশর ও ভারতসহ একাধিক দেশে অনুষ্ঠিত হয়, এবং আগামীতে উজবেকিস্তানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আপনার আগ্রহ ও মেধা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের এই সুযোগ হাতছাড়া করবেন না! এখনই নিবন্ধন করুন: https://bdnuclear.energy/