প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
“Wild Edens South Asia” শীর্ষক তথ্য-চলচিত্র প্রদর্শিত হল ঈশ্বরদী “পারমাণবিক তথ্য কেন্দ্রে”
২২.১০.২০২১

১৮ অক্টোবর ঈশ্বরদী “পারমাণবিক তথ্য কেন্দ্র” “Wild Edens South Asia” শীর্ষক তথ্য-চলচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

উক্ত প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের,  প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শফিকুল ইসলাম। প্রদর্শনী উপভোগ করতে আসে বিভিন্ন  বয়সী শিক্ষার্থীরা।

তথ্য – চলচিত্রটিতে দক্ষিণ এশিয়ার বন্য প্রাণী,তাদের বাসস্থান সম্পর্কে বর্ণনা করা হয়। এছাড়াও এসকল প্রাণী কিভাবে বন্য পরিবেশে প্রতিনিয়ত টিকে থাকার জন্য লড়াই করছে তার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আরও বিস্তারিত আলোচনা করা হয় বৈষ্ণিক উষ্ণতার ফলে প্রাকৃতিক পরিবেশে উপর বিরুপ প্রভাব এবং কিছু প্রাণি বিলুপ্ত হয়ে যাওয়ার শংকা নিয়ে।

প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের এই তথ্য – চলচ্চিত্রের আলোচ্য বিষয় সমুহের উপর প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Wild Edens একটি প্রজেক্ট যার  কার্যক্রম পরিচালিত হয়  ন্যাশনাল জিওগ্রাফিক এবং রাশিয়ার  রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের এর যৌথ উদ্যোগে।