প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
ইউনিট ১ এর অক্সিলারি রিয়্যাক্টর ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হল
১৯.০৪.২০২২

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ এর অক্সিলারি রিয়্যাক্টর ভবনের প্রধান কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে। অক্সিলারি রিয়্যাক্টর ভবন-যেখানে যন্ত্রানুসঙ্গ প্রক্রিয়াজাতকরণ এবং নিয়ন্ত্রণ যন্ত্র থাকে।

এই নির্মাণ কাজ নির্ধারিত সময়ের ৮ মাস আগেই সম্পন্ন হয়েছে। নির্মাণের নির্ধারিত সময়ের ২৪১ দিন আগে শেষ করা সম্ভব হয়েছে বিভিন্ন আর পি এস প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে। যার মধ্যে অন্যতম প্রধান হল +২৯.০৫০’ উচ্চতায় অক্সিলারি রিয়্যাক্টর ভবনের কভারের কংক্রিটিং সম্পন্ন করা।

এই কাজটি এতো দ্রুত করা সম্ভব হয়েছে রোসাটমের বিশেষজ্ঞ এবং নির্মাণ প্রকল্পের দক্ষ লোকবলের পরিশ্রমের কারণে।

নির্মাণ কাজের সময় কমিয়ে আনার মাধ্যমে নির্মাণের সার্বিক ব্যয় কমবে। এছাড়াও এই কাজের দক্ষ লোকবলকে অন্যান্য নির্মাণ কাজের অগ্রগতিতে নিয়োগ করা সম্ভব হয়েছে।