প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে “Nuclear Energy: Energy of the future” শীর্ষক স্কুল শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত।
৩০.১০.২০২১

২৩ অক্টোবর ২০২১, ঈশ্বরদীর ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে “Nuclear Energy: Energy of the future” শীর্ষক স্কুল শিক্ষা কর্মশালার আয়োজন করে “পারমাণবিক তথ্য কেন্দ্র, ঈশ্বরদী”

পারমাণবিক বিদ্যুৎ এবং পারমাণবিক শক্তি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে “পারমাণবিক তথ্য কেন্দ্র” এসকল কার্যক্রমের অন্যতম হচ্ছে “স্কুল শিক্ষা কর্মশালা।

উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ” Nuclear Power Plant In Your Hand” নামক মোবাইল এপ্লিকেশন এর সাহায্যে অগমেন্টেড রিয়ালিটি ব্যাবহার করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে তা সম্পর্কে বিস্তারিত শিখানো হয়। পরবর্তীতে এই শিখনফলের উপর কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছিল ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র-ছাত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব হাসানুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আলোচ্য বিষয়ে আলোকপাত করেন ঈশ্বরদী পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার তীর্থ দাস এবং কমিউনিকেশন ম্যানেজার আশিক হায়দার।