প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
ঈশ্বরদীতে পারমাণবিক তথ্যকেন্দ্রের শুভ উদ্বোধন
০১.১২.২০২০
গত ৩০ শে নভেম্বর পাবনার ঈশ্বরদীতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত পরিসরে উদ্বোধন হলো “পারমাণবিক তথ্যকেন্দ্র” (Public Information Center on Nuclear) । এই তথ্যকেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য প্রকৌশলী ড. আব্দুস সালাম।

এই তথ্যকেন্দ্রটির মাধ্যমে পারমাণবিক এবং পরমাণু সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতা দূরসহ বিশ্বের এবং বাংলাদেশের পরমাণু বিষয়ক সকল তথ্য জানা যাবে। এই কেন্দ্রটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, এটমস্ট্রয় এক্সপোর্টের প্রতিনিধি কনস্টান্টিন ফেটস্, কমিশনের প্রকৌশল বিভাগের পরিচালক প্রকৌশলী নাসির আহমেদ, রূপপুর প্রকল্পের বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ, পারমাণবিক তথ্যকেন্দ্রের প্রকল্প ম্যানেজার সাকিফ আহমেদ, ঢাকার পরমাণু শক্তি তথ্য কেন্দ্রের ডেভেলপমেন্ট ম্যানেজার শেখ আহমেদ সাকিব ও রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস সহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছিলো যেখানে প্রেশার ভেসেল বিষয়ে একটি লেকচার উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান ড. প্রিতম কুমার দাস।