পাবনার জালালপুরে অবস্থিত রত্নদীপ রিসোর্টে ১১ জুন ২০২২ ইং (শনিবার) উৎযাপিত হল রাশিয়রা প্রজাতন্ত্র দিবস। “রাশিয়া–বাংলাদেশ পোট্রেটস অবইমোশন” নামক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। শনিবার বিকাল ০৬.০০ ঘটিকা থেকে শুরু হয়ে বুফে ডিনারের মাধ্যমে শেষ হয় উক্ত আয়োজন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রোসাটমের আটমস্ট্রয় এক্সপোর্টের হেড অফ কমিউনিকেশন নিনা ডেমেন্সোভা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পক্ষের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম, রোসাটমের দক্ষিণ এশিয়ার পি আর ম্যানেজার সেনিয়া ইয়েলকিনা, এনার্জি অব দ্যা ফিউচারের ডেপুটি জেনারেল ডাইরেক্টর আলেক্সান্দার বেবাকভ, পারমাণবিক তথ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আশিক হায়দার এবং কমিউনিকেশন ম্যানেজার মোঃ আহসান হাবিব।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন–৪২ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে “এনার্জি অব দ্যা ফিউচার” এর ইনফরমেশন সেন্টার “পারমাণবিক তথ্য কেন্দ্র” নলেজ টেবিল এর আয়োজন করে।
পাঠকদের সুবিদার্থে বলে রাখা ভাল যে, নলেজ টেবিল একটি খুবই জনপ্রিয় সেগমেন্ট, দর্শনার্থীরা এখান থেকে জ্ঞান বিজ্ঞানের নানান শাখা সর্ম্পকে জানতে ও শিখতে পারে, কিছু মজাদার তথ্য সম্বলিত গেমস এর মধ্যে উল্লেখযোগ্য। যেমন, পতাকা দেখে দেশের নাম বলা, ডার্ট নিক্ষেপ করে নম্বর সংগ্রহ করা, তেজস্কিয় মৌল সমূহ বাছাই করা, আবিস্কারকের তথ্য বিশ্লেষন করে নাম বলতে পারা, আবিস্কার অথবা উদ্ভাবনের সালের উদ্ধক্রম বা নিম্নক্রম অনুযায়ী সাজানো, রুবিক’স কিউব সমাধান করা সহ আরো অন্যান্য। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রায় সকলেই এই মজার “নলেজ টেবিল” এ অংশগ্রহন করেন এবং বিভিন্ন পুরষ্কার জিতে নেন। অনুষ্ঠানটিতে দর্শনার্থীদের মাতিয়ে রাখে রাশিয়া হতে আগত সঙ্গীত এবং নৃত্য পরিবেশক দল “রেড আর্মি কইর”।
তারা তাঁদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন “দ্যা আলেক্সান্দাভ একাডেমিক এনসেম্বল অব ছং এ্যান্ড ড্যান্স অব দ্যা রাশিয়ান আর্মি” নামক শিরোনামে। অনুষ্ঠানটির এক পর্যায়ে বাংলাদেশ এবং রাশিয়ার ভাতৃত্বের দৃঢ়তা প্রকাশার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত একজন বাঙ্গালী এবং একজন রাশিয়ান তাদের মধ্যে উপহার বিনিময় করেন।
বাংলাদেশে উৎপাদিত উৎকৃষ্ট মানের চা উপহার হিসেবে দেওয়া হয় এবং রাশিয়ায় উৎপাদিত উৎকৃষ্ট মানের রাস্পবেরি জ্যাম উপহার হিসেবে দেওয়া হয়।অবশেষে উপস্থিত সকলকে বুফে ডিনারের আমত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।