প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
দ্বিতীয়বারের মতো শুরু হলো নিউক্লিয়ার বাস ট্যুর
৩০.১১.২০২২

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক সচেতনতা এবং সার্বিক বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিউক্লিয়ার বাস ট্যুরের আয়োজন করেছে পরমাণু শক্তি তথ্যকেন্দ্র, ঢাকা (ICONE) এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী (PIC) মূলত “Nuclear and Science Days 2022” অংশ হিসেবে এই বাস ট্যুরের আয়োজন করা হয়েছে।

৩০ নভেম্বর থেকে শুরু করে বাসটি আগামী ০৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ১০টি জেলায় ভ্রমণ করবে। শুধু ভ্রমণই নয় প্রতিটি জেলায় সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য থাকবে বিভিন্ন ধরনের কুইজ এবং বিজ্ঞান বিষয়ক খেলাধুলার ব্যাবস্থা। এসকল খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।