প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
“Nuclear and Science Days 2022” উপলক্ষে দশ দিনব্যাপী আয়োজন
২৮.১১.২০২২

সবাইকে শুভেচ্ছা!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৩০ নভেম্বর ২০২২ থেকে ০৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পারমাণবিক শক্তি এবং বিজ্ঞানের প্রচার প্রসার এবং জনমনে পারমাণবিক শক্তি এর সম্পর্কে সঠিক ধারণা প্রদানের জন্য আয়োজিত হবে “Nuclear and Science Days 2022″ উপলক্ষে দশ দিনব্যাপী যেসব আয়োজন থাকছে সেগুলো হলঃ

) Nuclear Bus Tour: আমরা একটি বাস নিয়ে বিভাগীয় শহর জেলাগুলোয় আসছি আপনাদের সাথে কথা বলতে এবং পারমাণবিক শক্তি সম্পর্কে আপনাদের প্রশ্নের জবাব দিতে। সাথে থাকবে আমাদের নানা আয়োজন যাতে আপনাদের মাঝে পরমাণু শক্তি এর সম্পর্কে সঠিক ধারণা তথ্য পৌছাতে পারি। আমাদের বাস ট্যুর কার্যক্রমে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরষ্কার।

) Hackatom with MEPHI: এখানে শিক্ষর্থীদের পরমাণু প্রযুক্তি এবং পরমাণু শক্তি বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন রাশিয়ারন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (এমইপিএইচআই)এর দুইজন জনপ্রিয় অধ্যাপক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মনস্ক আগ্রহী শিক্ষর্থীরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এতে অংশগ্রহন করতে পারবে।

) Science Battle between the Universities: এটি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষর্থীদের জন্য আয়োজিত হবে। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সর্ম্পকিত বিভাগগুলো হতে প্রতিনিধি স্বরূপ একজন করে শিক্ষর্থী তার বিশ্ববিদ্যালয়ে তার বিভাগে আধ্যায়নের জন্য ভর্তি প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মক্ষেত্র, উচ্চশিক্ষার সম্ভাবনা ইত্যাদি বিষয়ে আলোচনা করবে।

) Short Video- True/False about RNPP: এখানে তরুনদের মাঝে জনপ্রিয় একজন তারকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্ম্পকে সত্য/মিথ্যা বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং মানুষের ভুল ধারণগুলো দূর করবে।

পাঠকদের জ্ঞাতার্থে: রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনরসাটম এর সহযোগিতায় “Nuclear and Science Days 2022” এর আয়োজনে করছে এনার্জি অব দ্যা ফিউচার এবং বাস্তবায়ন করছে পরমাণু শক্তি তথ্যকেন্দ্র, ঢাকা (ICONE) এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী (PIC)আশা করি আয়োজনে আমাদের পাশেই থাকবেন এবং উৎসাহ যোগাবেন। ধন্যবাদ!