বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাশিয়ার “ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআই” এর অধ্যাপকদের কর্মশালার আয়োজন করে পারমাণবিক তথ্য কেন্দ্র, ঈশ্বরদী। রবিবার, ১২ জুন ২০২২ পারমাণবিক তথ্য কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেমিনারটিতে মূলত পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পুরো পক্রিয়াটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন “ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআই (মস্কো ইন্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট)” এর শাখা “অবনিনস্ক ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার পাওয়ার ইন্জিনিয়ারিং” এর ‘নিউক্লিয়ার ফিজিক্স এ্যান্ড ইন্জিনিয়ারিং’ বিভাগের ডেপুটি হেড এবং সহযোগী অধ্যাপক ড. আলেক্সান্দার নাখাবভ।
ইউরেনিয়াম উত্তোলনের সময় হতে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন তিনি। অধ্যাপক ড. আলেক্সান্দার নাখাবভ রাশিয়াতে খুবই পরিচিত মুখ, নিউক্লিয়ার ফিজিক্স এ্যান্ড ইন্জিনিয়ারিং সম্বন্ধে বিষধ জ্ঞানই এর মূল কারন।বাংলাদেশের রূপপুরে নির্মানাধীন ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্ম্পকেও তিনি বিস্তারিত আলোচনা করেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, দুর্যোগ পূর্ব ব্যবস্থা, রেডিয়েশন কন্ট্রোল সিস্টেম, পরিবেশগত প্রভাব, জীবন জীবিকার ব্যবস্থা সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সেমিনারটির শেষ অংশে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেয়ার ব্যাপারে উৎসাহি হন। সবশেষে সকলের মাঝে খাবার বিতরণ করে সেমিনারটির সমাপ্তি ঘোষনা করা হয়।