রাশিয়া তথা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
২৬.০৬.২০২২
১৯৫৪ সালের এই দিনেই ওব্নিনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে বাষ্প সরবরাহ করা হয়েছিল, যা বিশ্বে এবং রাশিয়ায় প্রথম।
শিক্ষাবিদ কুরচাতভ ওই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন, “আপনার বাষ্প উপভোগ করুন!” সেই মুহূর্ত থেকে, বৈশ্বিক পারমাণবিক শক্তির একটি নতুন যুগের সূচনা হয়েছিল।
নিচে বিদ্যুৎ কেন্দ্রটিতে ভ্রমনের একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হল এবং এতে কাজ করা বিশেষজ্ঞদের স্মৃতি বিজরিত সংগ্রহশালার কিছু চিত্রও তুলে ধরা হল।
ভিডিও সোর্সঃ https://youtu.be/wxBiYUIPHeM