প্রশ্ন জিজ্ঞাসা করুন
কিছু লিখুন
প্রেরণ করুন
রাশিয়ান স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড “প্রিসাইজ এনার্জি ২০২৩” এ ঈশ্বরদী ও পাবনা অঞ্চলের ১২০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে
০২.১০.২০২৩

২ অক্টোবর ঈশ্বরদীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই তিনটি বিষয়ের উপর অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী চলা বিজ্ঞান অলিম্পিয়াড “প্রিসাইজ এনার্জি ২০২৩” সমাপ্ত হয়। জয়েন্ট স্টক কোম্পানি আটমস্ট্রয় এক্সপোর্ট (ASE JSC; রাশিয়ান স্টেট কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ) এর সহযোগিতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও রাশিয়ান ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI) এর তত্ত্বাবধানে পারমাণবিক তথ্য কেন্দ্র এই অলিম্পিয়াডের আয়োজন করেছে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করাই হল এই প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রাথমিক পর্যায়ে ছয়টি ভিন্ন ভেন্যুতে উদ্যোমী প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতা। বাছাই পর্বের প্রক্রিয়া শেষে ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ছাত্র ছাত্রীদের চূড়ান্ত ধাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে আরও তিনটি ভেন্যুতে প্রথম ধাপে বাছাইকৃত ৩৫০ জনের বেশি শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন এবং গণিত এই তিন ভিন্ন ভিন্ন বিষয়ে এবং স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞানের তিনটি বিষয়ে সমন্বিতভাবে চূড়ান্ত ধাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত ধাপের সকল ভেন্যু ঈশ্বরদীতে হওয়ায় শিক্ষার্থীদের বিনা খরচে যাতায়াতের সুব্যবস্থা করা হয়।

ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনিয়র পর্যায়ে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অপরদিকে, ঈশ্বরদী উপজেলার ৩২টি বিদ্যালয়ের নবম–দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জুনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এখানে বলে রাখা ভাল যে, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন এবং ফলাফল নির্ধারণসহ সকল কিছু রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI) এর চারজন রাশিয়ান অধ্যাপকের সরাসরি ততত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এবং এরই লক্ষ্যে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে ঈশ্বরদীতে অবস্থান নেন উক্ত অধ্যাপকগণ।

সকল বিষয়ের ফলাফল প্রকাশের পর ০২ অক্টোবর ২০২৩ ইং বিকেলে ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে “প্রিসাইজ এনার্জি ২০২৩” অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করার লক্ষ্যে এক মনোঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আটমস্ট্রয় এক্সপোর্টের হেড অফ কমিউনিকেশন নিনা ডেমেন্সোভা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পক্ষের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম, এনার্জি অব দা ফিউচারের ডাইরেক্টর জেনারেল তাতিয়ানা ভি. ইয়ানিচকিনা এবং ডেপুটি জেনারেল ডাইরেক্টর আলেক্সান্দার বেবাকভ, রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির অধ্যাপকগণ।

সিনিয়র পর্যায়ের তিনটি ভিন্ন ভিন্ন বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় মোট ৯ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। অপরদিকে জুনিয়র পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে অর্থাৎ সর্বমোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। আটমস্ট্রয় এক্সপোর্ট এর কমিউনিকেশন বিভাগের প্রধান নিনা ডেমেনসোভা এবং রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI) এর নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপপ্রধান ড. আলেকজান্ডার ভি. নাখাবভ পুরস্কারগুলি হস্তান্তর করেন।

সিনিয়র পর্যায়ের বিজয়ীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শামিনা খাতুন (গণিতে), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সজীব মিয়া (পদার্থবিজ্ঞানে), কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের মো. নীরব হোসেন (রসায়ন) এবং জুনিয়র পর্যায়ের ভাষা শহিদ বিদ্যানিকেতনের মো. সাদমাউন সাকিম।

রূপপুর এনপিপি এর সাইট ডিরেক্টর ইঞ্জি. মোঃ আশরাফুল ইসলাম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি রূপপুর এনপিপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরও দেন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের নিয়ে “পারমাণবিক জ্বালানি জীবন চক্র” সর্ম্পকে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন ড. আলেকজান্ডার ভি. নাখাবভ।